কালীপুজো-সহ ২ দিন অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক

সুমন চক্রবর্তী ও দ্বৈপায়ন ঘোষবিভিন্ন দাবিদাওয়া পূরণ না-হলে আগামী ৫ ও ৬ নভেম্বর ধর্মঘট পালনের হুঁশিয়ারী দিলেন উবের চালকরা। মঙ্গলবার বালিগঞ্জ ফাঁড়ির উবের অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। ক্যাব থেকে নামিয়ে দেওয়া হয় বহু যাত্রীকে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত শনিবার থেকে বিনা নোটিশেই তাঁদের মধ্যে অনেকের অ্যাপ ব্লক করে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে তাঁরা কিছু জানে না বলে জানিয়েছে উবের কর্তৃপক্ষ। উবেরের গাড়ি মালিক ও চালকদের অভিযোগ, তাঁদের অতি সামান্য কমিশন দেয় সংস্থা। এক চালকের দাবি, '১০ ঘণ্টা ক্যাব চালানোর পরও অ্যাপে দেখায় আমি ২টো ট্রিপ কমপ্লিট করেছি। যাত্রীদের অধিকাংশ ভাড়াই নিয়ে নিচ্ছে উবের কর্তৃপক্ষ। বর্তমানে আমরা UberGo-তে ৭/কিমি ইনসেনটিভ পাই। তেলের দাম যা বেড়েছে তাতে আমরা ১৮/কিমি ইনসেনটিভ চাই। আমরা চাই সার্জ প্রাইস বন্ধ হয়ে যাক। কারণ এতে আমাদের কোনও লাভ থাকে না।'মঙ্গলবার দুপুরে ৩০জন অ্যাপ ক্যাবচালক বালিগঞ্জ সার্কুলার রোড অফিসের সামনে সব উবেরকে থামিয়ে দেন। এতে পথ অবরূদ্ধ হয়। কথাকলি মজুমদার নামে এক যাত্রী জানিয়েছেন, 'একটা পার্টিতে যাচ্ছিলাম। আমার সঙ্গে বহু কর্মী ছিলেন। আমি যে অ্যাপ ক্যাবে ছিলাম তার পথ আটকালেন একদল লোক। চালককে তাঁরা বললেন, আমার ট্রিপটা শেষ করে দিতে। ওঁদের কোনও অভিযোগ থাকলে তাঁরা কর্তৃপক্ষের কাছে জানান। আমরা কেন সাফার করব?'পুলিশ জানিয়েছে, মিনিট ১৫ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয় গড়িয়াহাট পুলিশ স্টেশনে। উবের কর্তৃপক্ষের কোনও অফিসারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে বিক্ষোভ দেখানো ছাড়া কোনও উপায় ছিল না বলে জানিয়েছেন ক্যাবচালকরা। এদিকে, উবেরের আধিকারিকরা জানিয়েছেন, চেকিং-এর পর উবের চালকের সঙ্গীদের এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কথায়, 'চালকদের ফিডব্যাকের ভিত্তিতে কয়েকজন চালকের প্রোফাইলে দেখা গিয়েছে, তাঁরা সেরা পরিষেবা দেওয়ার যোগ্য নন। কয়েকজনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।' মঙ্গলবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে উবের কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, 'আমাদের চালকদের দ্বারা পরিষেবা ব্যাহত হওয়ায় দুঃখিত। গুটিকয়েক লোকের জন্য এমনটা হয়েছে।'

from Eisamay https://ift.tt/2JqxBj7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.