ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল যাত্রী বোঝাই বিমান, মৃত ১৮৮

এই সময় ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। বিমানে যাত্রী ও কর্মী মিলিয়ে ১৮৮ জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। লায়ন এয়ার ফ্লাইটের ওই বিমানটি জাকার্তা থেকে সুমাত্রা যাচ্ছিল। সোমবার সকালে ৬.২০ মিনিটে টেক অফ করে বিমানটি। সকাল ৭.২০ মিনিটে সেটির সুমাত্রা ল্যান্ড করার কথা ছিল। টেক অফের ১৩ মিনিটের মধ্যে ফ্লাইট জেটি৬১০--এর সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লায়ন এয়ার ফ্লাইটের মুখপাত্র ইউসুফ লতিফ বিমানটি ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন। জাভা দ্বীপের সমুদ্রে ভাসমান একটি নৌকা বোয়িং ৭৩৭-কে ভেঙে পড়তে দেখে। দুর্ঘটনাস্থল থেকে প্লেনের ভাঙাচোরা টুকরো উদ্ধার করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা ব্ল্যাক বক্স থেকে জানার চেষ্টা চলছে। খবরটি ইংরেজিতে পড়ুন।

from Eisamay https://ift.tt/2RnsWkI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.