মেয়ের খুনের বদলা! করওয়া চৌথের ব্রত পালনের পরই স্বামীকে হত্যা স্ত্রীর

এই সময় ডিজিটাল ডেস্ক: বধূর বেশে সারাদিন উপোস করে স্বামীর মঙ্গলকামনায় করওয়া চৌথের ব্রত পালন করেন মেরঠের বাসিন্দা ৪৫ বছরের কবিতা সাইনি। সন্ধেবেলা হাসিমুখে চাঁদের মুখ দেখে স্বামীর সঙ্গেই উপোসভঙ্গ করেন। তাঁর মনে যে তখন কী চলছে, তা ঘূণাক্ষরেও টের পাননি তাঁর স্বামী। রাত বাড়তেই স্বামীর উপর আছড়ে পড়লেন কবিতা। যাঁর দীর্ঘায়ু কামনা করে সারাদিন ব্রত পালন করলেন, তাঁকেই কুপিয়ে খুন করলেন। মেয়ের হত্যাকারীকে শেষ করাটাই তাঁর কাছে মধুর প্রতিশোধ! খুনের কারণ হিসেবে পুলিশকে তা-ই জানিয়েছেন কবিতা। জেরায় তিনি জানান, আট বছর আগে সামান্য একটা অপরাধের জন্য তাঁর ১৪ বছরের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছিলেন তাঁর স্বামী সুন্দরপাল সাইনি। তাঁর ভয়ে কেউ পুলিশে অভিযোগ জানাতে পারেননি। বছরের পর বছর ধরে সুন্দরপাল তাঁকে মারধর ও হেনস্থা করতেন বলেও অভিযোগ করেন কবিতা। আর সহ্য করতে না-পেরে এবং ছেলের ভবিষ্যতের চিন্তায় স্বামীকে খুনের পরিকল্পনা করেন তিনি। আর খুনের দিন হিসেবে বেছে নেন করওয়া চৌথের দিনটিকে। কবিতা ভেবেছিলেন, এই দিনে একজন স্ত্রী তাঁর স্বামীকে খুন করবে এমনটা কেউ সন্দেহ করবেন না। এ ব্যাপারে তাঁকে মদত দেন ছেলে কুলদ্বীপ ও পরিচারিকা শাদরি। স্বামীকে খুন করার পর কবিতা প্রতিবেশীদের বলেন, সুন্দরপাল রক্তবমি করতে করতে অচেতন হয়ে পড়েছে। তবে তাঁর মাথা থেকে রক্ত বেরোতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। সুন্দরপালের রক্তমাখা জামাকাপড় ও মোবাইল পাশের আখখেতে পুঁতে দেন কবিতা। তবে ঘটনার দুদিনের মধ্যেই তদন্তের কিনারা করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কবিতা, কুলদ্বীপ ও শাদরিকে। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2DbY2sy

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.