এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়াবিছা। এ কথাই নাকি বলেছিলেন RSS-এর এক কর্মী। এই দাবি করে ফের বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা শশী থারুর। সম্প্রতি নমোকে নিয়ে তাঁর লেখা একটি বইও প্রকাশিত হয়েছে। এ বার বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে শশী বললেন, 'সাংবাদিক বিনোদ জোশকে একবার তাজ্জব করে দেওয়া উপমা দিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক RSS-এর একটি সূত্র। তিনি বলেছিলেন, মোদী হল শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়াবিছে। আপনি তাঁকে হাত দিয়ে সরাতেও পারবেন না। আবার চপ্পল দিয়ে মারতেও পারবেন না। কারণ হাত দিয়ে সরাতে গেলে কামড় খেতে হবে। আবার শিবলিঙ্গে চপ্পল দিয়ে তাকে মারতে গেলে বহু বছরের ধর্মীয় ভাবনাচিন্তায় আঘাত লাগবে।' কংগ্রেস নেতার কথায়, এই উপমাই হিন্দুত্ব ও মোদীত্বের মধ্যে জটিলতা রয়েছে, সে সম্পর্কে ইঙ্গিত দেয়। #WATCH Shashi Tharoor in Bengaluru, says, "There's an extraordinarily striking metaphor expressed by an unnamed RSS… https://t.co/nOTOQGxyol— ANI (@ANI) 1540713312000 থারুরের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, 'যখন রাহুল গান্ধী নিজেকে একজন শিবভক্ত হিসেবে দাবি করছেন, তখন তাঁরই দলের ছোট নেতারা শিবলিঙ্গ ও মহাদেবের পবিত্রতা নষ্ট করছেন এবং অনামী সূত্রের নাম করে শিবলিঙ্গে চপ্পল হামলার কথা বলছেন।' থারুরের এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে মত তাঁর। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay https://ift.tt/2AwiFwI



