অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আবারও ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতার’ ঝাঁজ তোলার লড়াইয়ে নামতে যাচ্ছেন নাদাল ও জোকোভিচ। দুই তারকার জন্যই এবারের অস্ট্রেলিয়ান ওপেন অনন্য কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ। জোকোভিচ রেকর্ড সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে নামবেন তো নাদাল খেলবেন উন্মুক্ত যুগে সবকটি গ্র্যান্ড স্লাম দুইবার করে জেতার লক্ষ্য নিয়ে। অবশ্য কোর্টে রেকর্ড ছাপিয়ে তাদের লড়াই সব সময় স্থান করে... বিস্তারিত