যোগীর গড়েই প্রার্থী প্রিয়াঙ্কা? আওয়াজ কংগ্রেসের অন্দরেই

এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনা উড়িয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভে ডুব দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন তিনি। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। শীঘ্রই লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশ সংক্রান্ত কাজ পরিচালনা নিজের হাতে তুলে নেবেন প্রিয়াঙ্কা গান্ধী।উত্তরপ্রদেশে BJP-র গড় হিসেবে পরিচিত পূর্বের দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা। যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর মতো গেরুয়া শিবিরের হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন এই এলাকা থেকে। এমন সময়ে পূর্ব উত্তরপ্রদেশের প্রিয়াঙ্কাকে সেনাপতি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস সমর্থকরা।আরও পড়ুন: ‘চকোলেট মুখ' দেখিয়ে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী! মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়রএরমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধীকে গোরক্ষপুরে প্রার্থী চেয়ে দাবি উঠল সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস নেতৃত্বের তরফে। রবিবার প্রিয়াঙ্কার পোস্টার বের করে স্লোগান দেন গোরক্ষপুরের কংগ্রেস সমর্থকরা, 'গোরক্ষপুর কি ইয়েহি পুকার। প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ ইস বার (গোরক্ষপুরের ডাক, এবার প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হোন)।' পোস্টারে সনিয়া-তনয়াকে ঝাঁসির রানি বানানো হয়েছিল।আরও পড়ুন: প্রিয়াঙ্কা সময় নিয়েছিল সন্তানদের জন্য: রাহুলগোরক্ষপুরে কংগ্রেসের নেতা আনওয়ার হুসেন বলেন, 'এর আগে আমরা চাইছিলাম ওনাকে (প্রিয়াঙ্কা) সহ সভাপতি করা হোক। আমরা খুশি যে দল আমাদের দাবি মেনে নিয়েছে। এবার আমরা চাই, ওনাকে সাংসদ করা হোক।' 67725780 খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

from Eisamay http://bit.ly/2FUiPSN

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.