পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে ১৬ কেজি ওজনের দুটি বোয়াল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাড়েয়া ইউনিয়ন সংলগ্ন করতোয়া নদীতে ওই বোয়াল মাছ দুটি ধরা পড়ে। একই ইউনিয়নের দাসপাড়ার জেলে বংশীদাস মাছ দুটি ধরেন। পরে মাড়েয়া বাজারে নিয়ে তিনি প্রতি কেজি মাছ ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন। স্থানীয়রা জানান, সোমবার বিকালে উপজেলার মাড়েয়া ইউনিয়নের দাসপাড়ার ১০-১৫ জন জেলে পার্শ্ববর্তী করতোয়া নদীতে বাঘ জাল... বিস্তারিত