এই সময় ডিজিটাল ডেস্ক: আদালতে অযোধ্যা মামলার দ্রুত শুনানির পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির কথা ছিল। কিন্তু ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের একজন বিচারপতি থাকতে পারবেন না বলে শুনানি বাতিল করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রবি শংকর প্রসাদ এই মন্তব্য করেন।আরও পড়ুন: বিচারপতি থাকছেন না, ফের পিছোল অযোধ্যা মামলার শুনানিতিনি বলেছেন, 'গত ৭০ বছর থেকে অযোধ্যা মামলা আদালতে ঝুলে আছে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায় মন্দির নির্মাণের পক্ষে ছিল। কিন্তু মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। যত দ্রুত সম্ভব মামলাটির নিষ্পত্তি প্রয়োজন। আমরা সবাই সুপ্রিম কোর্টকে সম্মান করি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। অযোধ্যা মামলার অবিলম্বে নিষ্পত্তি হওয়া প্রয়োজন।'অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারির দাবিতে সরব দক্ষিণপন্থী দলগুলি। বিজেপির অন্দরেও এই দাবিতে সরব হয়েছেন একাধিক নেতা। যদিও এ নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকার অপেক্ষা করবে।খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন
from Eisamay http://bit.ly/2FVj7Zp