বার্সার পিকের পাশে দাঁড়ালেন ডেভিস রেফারি

কুনাল বসুটাই যত এগিয়ে আসছে, ততই যেন ক্ষোভ বাড়ছে ডেভিস কাপের নতুন ফর্ম্যাট নিয়ে। আগের দিনই শহরে বসে নতুন নিয়মের বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছিল ইতালির নন প্লেয়িং ক্যাপ্টেন কোরাদো বারাজ্জুত্তিকে। মঙ্গলবার অ্যাডিলেডে বসে নতুন ফর্ম্যাটকে তোপ দেগেছেন অস্ট্রেলিয়ার নন-প্লেয়িং ক্যাপ্টেন ও বিশ্বের প্রাক্তন এক নম্বর লেটন হিউয়িট।হিউয়িট আবার সরাসরি মুখ খুলেছেন বার্সেলোনা ফুটবলার খেরার পিকের বিরুদ্ধেই। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) কাছে পিকের সংস্থা কসমসের করা সুপারিশেই যে পাল্টেছে ডেভিস কাপের নিয়ম। কলকাতায় বসে ডেভিসের নতুন নিয়মের পক্ষে রুখে দাঁড়ালেন কলকাতা টাইয়ের রেফারি ওয়েন ম্যাকইউয়েন। আর্ন্তজাতিক টেনিস মহলে বেশ উঁচু দরের এই রেফারি। সদ্য অস্ট্রেলিয়ান ওপেনেও ছিলেন টুর্নামেন্ট রেফারি। মঙ্গলবার বিকেলে সাউথ ক্লাবে বসে ওয়েন বলছিলেন, 'দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম। অনেকেই ঐতিহ্যবাদী, যারা পুরোনো ফর্ম্যাট পছন্দ করেন। খুব কঠিন সবার সঙ্গে মানিয়ে নেওয়া। তবে আমার বিশ্বাস, নতুন বদলগুলো টেনিস ও ডেভিস কাপের জন্য দরকার।'অ্যাডিলেডে হিউয়িট পিকের উদ্দেশ্যে বলেছেন, 'সবচেয়ে খারাপ হল, একজন স্প্যানিশ ফুটবলার এখন টেনিস চালাচ্ছে। পিকের সংস্থা ডেভিস কাপকে কিনে নিচ্ছে। ওরাই ডেভিস কাপ চালাচ্ছে। এটা অনেকটা এ রকম, যে আমি গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন কিছু নিয়ম চালু করে দিলাম। পিকে টেনিসের কিছু জানে না।' যদিও কলকাতায় ওয়েনের যুক্তি, 'পাঁচ সেটের বদলে তিন সেটের ম্যাচ খেললে ছেলেরা কম ক্লান্ত হবে। শুক্র-শনি ম্যাচের পর রবিবার বিশ্রাম পাবে। তাতে পরের সপ্তাহে নতুন করে নিজের পেশাদার টেনিসে নেমে পড়তে পারবে। এতে অনেক বড় প্লেয়ার ডেভিস কাপ খেলতে পারবে।' নিয়ম বদলের পক্ষে ওয়েন উদাহরণ দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ সেটে ১০ পয়েন্টের টাইব্রেক চালু হওয়া নিয়ে। বলছিলেন, 'অস্ট্রেলিয়ান ওপেনে শেষ সেটে গেমের পর গেম আটকাতে টাইব্রেকারের নিয়ম কিন্তু সফল।'পরিস্থিতি যা, তাতে এই বিতর্ক থামার নয়। ফুটবলার পিকের সংস্থার পরামর্শে বদল বলেই হয়তো ক্ষোভ আরও বেশি। তা ছাড়া চূড়ান্ত পর্যায়ে হোম-অ্যাওয়ের বদলে শুধু একটি ভেন্যুতে খেলা হওয়া নিয়েও সরব অনেক প্রাক্তনরাই।কলকাতায় ওয়েন অবশ্য ব্যস্ত আরও গুরুত্বপূর্ণ কাজে। এই টাইয়ের রেফারি হিসেবে খুঁটিনাটি নজর রাখতে হচ্ছে কোর্ট থেকে গ্যালারি সব দিকেই। মঙ্গলবার সকালে তাঁকে দেখা গিয়েছিল কোর্টের মাপ নেওয়ার সময় তদারকি করতে। আবার গ্যালারি নিয়েও কথা বলেছেন সাউথ ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। কাজ এখনও অনেক বাকি। যে প্রসঙ্গে ওয়েনের বক্তব্য, 'ভারতে আগেও কিছু ভেন্যুতে দেখেছি, যেখানে অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়, সেখানে কাজ শেষ হয় টাইয়ের আগের দু'দিনে। শুধু ভারতে নয়, অনেক জায়গাতেই এটা হয়। তবে আমাকে বলা হয়েছে, গ্যালারির কাজ ঠিক সময়ে শেষ হয়ে যাবে।' আর কোর্ট? 'কোর্ট নিয়ে কোনও সন্দেহ নেই। দারুণ ঘাসের কোর্ট।'তবে এই কোর্ট নিয়েই নানা কথা শোনা যাচ্ছে দুই টিমের মধ্যে। প্র্যাক্টিস শেষ করে বিকেলে সাউথ ক্লাব ছাড়ার সময় গ্রাস কোর্ট নিয়ে প্রশ্ন ছিল ইতালির ডাবলস প্লেয়ার সিমোনে বোলেল্লির কাছে। বোলেল্লির সাফ জবাব, 'কোর্ট ভালো নয়।' কেন? বললেন, 'খারাপ বাউন্স।' এ কথা অবশ্য শোনা গিয়েছে, ভারতীয় কোচ জিশান আলির মুখেও। তবে দুই টিমই এখনও ট্রেনিং করেছে প্র্যাক্টিস কোর্টে। আজ বুধবার দুই টিমই এক ঘণ্টা প্র্যাক্টিসের সুযোগ পাবে ম্যাচ কোর্টে। সাউথ ক্লাবের ঘাসের কোর্টের আসল পরীক্ষা তখনই।

from Eisamay http://bit.ly/2CPTrJQ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.