অমিতের মিটিং শেষেই উত্তপ্ত কাঁথি, রবিবার পালটা সভা তৃণমূলের

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালেই তৃণমূল এরাজ্যে শেষ বলে আক্রমণ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর কাঁথির সেই উত্তপ্ত সভার আঁচ ছড়িয়ে পড়ল গোটা কাঁথি এলাকায়। বিজেপির ৫০ টিরও বেশি বাসে হামলা, ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তাঁরা তা অস্বীকার করেছে। এমনকী বিজেপির বিরুদ্ধে পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ তুলেছে তৃণমূল। সেইসঙ্গে আগামী রবিবার অমিত শাহর সভাস্থলেই পালটা সভা করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সভায় আসা জেলার বিভিন্ন প্রান্তের গাড়িগুলি ১১৬ বি জাতীয় সড়কের পাশে রাখাছিল। সভা চলাকালীন সভায় আসা ৫০-৬০ টি বাস ও ট্রেকারে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। যদিও তৃণমূলের জেলা শীর্ষ নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় অশান্তি সৃষ্টি করা জন্য নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।এই ঘটনা নজরে আসার পর পালটা হামলার অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের পার্টি অফিসে বিজেপি সমর্থকরা ভাঙচুর চালায় বলেও অভিযোগ। কয়েকটি বাইকে আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। এর জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তুমুল যানজট ছড়িয়ে পড়ে এলাকায়। তারই মধ্যে অবশ্য রবিবার অমিত শাহর সভাস্থলে পালটা সভা করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। রবিবারের সভা এদিনের সভাকে দশ গোল দেবে বলেও মন্তব্য করেন তিনি। যদিও এদিনের সভার পর দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেন, 'বাংলায় যে গনতন্ত্র নেই, তা আজকের সভার পরের ঘটনা থেকে পরিষ্কার।'

from Eisamay http://bit.ly/2COrNwE

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.