যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মা-বাবাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। ব্যাটন রগের দক্ষিণে অ্যাসসেনশন ও লিভিংস্টন প্যারিশে এ হত্যাকাণ্ড সংঘটনের পর একটি পিকআপ ট্রাকে করে পালিয়ে যায় সে। ডাকোটা থেরিওট নামের ২১ বছর বয়সী ওই বন্দুকধারীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানায়, শনিবার সকালে ব্যাটন রগের ২৫ মাইল... বিস্তারিত