এই সময় ডিজিটাল ডেস্ক: নানা কারণে ফোন কল রেকর্ডে করা প্রয়োজন হয়ে পড়ে। তবে iPhone এবং বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে সরাসরি এই সুযোগ পাওয়া যায় না। এখানে মনে রাখা প্রয়োজন, বহু স্থানে অনুমতি ছাড়া কোনও ব্যক্তির ফোন কল রেকর্ড করা বেআইনি। সেইসঙ্গে এটি অনৈতিকও। সুতরাং কোনও ব্যক্তির ফোন কল রেকর্ডিঙের সময় অবশ্যই তাঁর অনুমতি নেওয়া প্রোয়জন। সেইসঙ্গে তিনি অস্বস্তি বোধ করলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া উচিত। নিম্নে অ্যান্ড্রয়েড এবং iPhone-এ কল রেকর্ডিঙের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কল রেকর্ড করবেন:অ্যান্ড্রয়েডে ফোন কল রেকর্ড করাটা তুলনায় সহজ। নিম্নে বর্ণিত স্টেপগুলি ফলো করুন:১) Cube Call Recorder ডাউনলোড করুন এবং অ্যান্ড্রয়েড ফোনে সেটি ওপেন করুন২) অ্যাপকে প্রয়োজনীয় সমস্ত অনুমতি দিন৩) Enable Overlay অপশনে ক্লিক করুন।৪) Cube Call Recorder-এর ক্ষেত্রে battery optimisation যাতে disable থাকে, তা নিশ্চিত করুন।৫) এবার আপনাআপনি আপনার প্রতিটি ফোন কল রেকর্ড করবে Cube।iPhone-এ যেভাবে কল রেকর্ড করবেন:ভারতে iPhone-এ কল রেকর্ড করা খুব একটা সহজ কাজ নয়। App Store-এ একাধিক কল রেকর্ডার অ্যাপ থাকলেও, এর মধ্যে অধিকাংশই কাজের নয়। আবার কিছু অ্যাপ কল রেকর্ডিঙের জন্য মিনিট প্রতি চার্জ নেয়। সেক্ষেত্রে iPhone-এ ফ্রিতে ফোন কল রেকর্ডিং করতে গেল আপনার দু'টি ফোন থাকতে হবে। আর দ্বিতীয় ফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড হওয়া প্রয়োজন। সে ক্ষেত্ৰে নিম্নে বর্ণিত স্টেপগুলি ফলো করে iPhone-এ ফ্রিতে ফোন কল রেকর্ড করুন:১) আপনার অ্যান্ড্রয়েড ফোনে Cube Call Recorder ডাউনলোড করুন এবং সেটিকে ফোন রেকর্ডিঙের জন্য উপযুক্ত করে তুলুন।২) অ্যাপনার iPhone থেকে অ্যান্ড্রয়েড ফোনে কল করুন।৩) অ্যান্ড্রয়েড ফোনে কলটি রিসিভ করুন।৪) iPhone-এর Add call অপশনটি ক্লিক করুন।৫) এর পরে যে কোনও ব্যক্তিকে কল করুন।৬) তিনি ফোন রিসিভ করলে, Merge Call অপশন ক্লিক করুন।অ্যাপনার অ্যান্ড্রয়েড ফোনের কল রেকর্ডার ঠিকঠাক কাজ করলে, সেটি নিজে থেকেই গোটা কথপকথনটি রেকর্ড করবে।
from Eisamay http://bit.ly/2FVonwo