হোলিতেও রক্তাক্ত কাশ্মীর! মৃত ২ জঙ্গি, শহিদ জওয়ান

এই সময় ডিজিটাল ডেস্ক: হোলিতে জম্মু ও কাশ্মীরের চার জায়গায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীর সংঘর্ষে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। ৫ নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বান্দিপোরার হাজিন এলাকায় দুই সাধারণ মানুষকে বন্দি করেছিল সন্ত্রাসবাদীরা। একজনকে নিরাপদে উদ্ধার করা হলেও আর একজন নাবালককে এখনও সন্ত্রাসবাদীদের কবল থেকে উদ্ধার করা যায়নি। ওই এলাকায় বাহিনীর জালে অন্তত ৩জন সন্ত্রাসবাদী আটকে পড়েছে বলে খবর। মীর মহল্লা এলাকায় জোর তল্লাশি শুরু করেছে বাহিনী। হোলির দিনই রাজৌরিতে পাকিস্তান সীমান্ত রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। গুলিতে প্রাণ যায় সেনার এক রাইফেলম্যানের। সুন্দরবনি এলাকায় গুলিবিনিময়ের সময় শহিদ হন ২৪ বছরের রাইফেলম্যান যশ পল। বারামুলায় আর একটি সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সেনা-সন্ত্রাসবাদী সংঘর্ষে ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক অফিসার-সহ তিন সেনাকর্মী। সোপোরে গ্রেনেড হামলায় আহত হন দুই পুলিশকর্মী। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2HKWvuR

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.