পার্টিতে মহিলাদের ডাকায় পাক অধ্যাপককে কুপিয়ে খুন ছাত্রের

এই সময় ডিজিটাল ডেস্ক: পার্টিতে মহিলাদের আমন্ত্রণ জানানোয় কলেজের এক প্রফেসরকে খুন করল এক ছাত্র। পাকিস্তানে ঘটেছে এই ঘটনা। ওই ছাত্রের মতে, মেয়েদের নিয়ে পার্টি করাটা ইসলামবিরোধী।ভাওয়ালপুরের সরকারি সাদিক এগারটনকলেজের অধ্যাপক ছিলেন খলিদ হামিদ। তিনি তাঁর ফেয়ারওয়েল পার্টির আয়োজন করছিলেন। স্থানীয় পুলিশ আধিকারিক ফারহান হুসেন জানিয়েছেন, 'কোনও ধর্মীয় দলের সঙ্গে কোনও যোগ নেই অভিযুক্ত ছাত্রের। তবু আমরা তার অতীত ও কেন তার এই ধারণা হল তা খতিয়ে দেখছি।'পার্টির মহড়া চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে অধ্যাপক হামিদের উপর হামলা চালায় ওই ছাত্র। উপস্থিত অন্যান্য ছাত্ররা তাকে বাধা দিলেও অধ্য়াপককে বাঁচাতে পারেননি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হামিদের আর চার মাস পর অবসর নেওয়ার কথা ছিল।

from Eisamay https://ift.tt/2ukYnCJ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.