মারমুখি পরিবারের হাত থেকে সমপ্রেমী দুই তরুণীর ত্রাতা পুলিশই!

এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁদের পরিবারই তাঁদের মেরে ফেলতে চায়। নিজের বাড়ির লোকের কাছ থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ দুই সমপ্রেমী তরুণী। গুরুগ্রামের এই দুই তরুণীকে আশ্রয় দিয়েছে পুলিশ। একজনের বয়স ২৩, অন্যজনের ২১। প্রথমজন একটি বেসরকারি হাসপাতালের সিকিউরিটি গার্ড এবং অন্যজন বিউটিশিয়ানের কাজ করেন। এই দুই তরুণী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন কিছুদিন আগে। তবে এখনও তাঁরা বিয়ে করেননি। পরিবারের অমতে এমন সিদ্ধান্ত নেওয়ায় তাঁদের দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় তাঁদের পরিবার। বাড়ি থেকে পালিয়ে তাই পুলিশের দ্বারস্থ হন এরা। আদালতে আত্মসমর্পণ করেছেন দুই তরুণী। নিজেদের পরিবারে এরা নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন। এই অবস্থায় এদের পুলিশি নিরাপত্তায় রাখার জন্য নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্ট। আপাতত পুলিশি নিরাপত্তায় রয়েছেন দুই সমপ্রেমী তরুণী।খবরটি ইংরেজিতে পড়ুন।

from Eisamay https://ift.tt/2ukXUjX

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.