বিএমসি-র কোপ! বন্ধ হওয়ার পথে কালা ঘোড়ার আর্মি রেস্তরাঁ

এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কালা ঘোড়ার কাছে অবস্থিত ১৫৫ বছরের পুরনো হেরিটেজ বিল্ডিং এসপ্ল্যানেড ম্যানশনেই রয়েছে ৮০ বছরের পুরনো আর্মি রেস্তরাঁ।তবে বিখ্যাত এই রেস্তরাঁর দিন শেষ। এসপ্ল্যানেড ম্যানশনের অবস্থা ভগ্নপ্রায়। তাই বাধ্য হয়ে বিএমসি নির্দেশ দিয়েছে এই রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার। বিএমসি জানিয়েছে জেনে শুনে রেস্তরাঁর কর্মী এবং গ্রাহকদের জীবনের ঝুঁকি কখনও নেওয়া যায় না। আচমকা বিএমসি থেকে এই নোটিশ পেয়ে রীতিমতো মাথায় হাত রেস্তরাঁ মালিকদের। তিন মাস আগেই বিএমসি-র স্বাস্থ্য দফতর রেস্তরাঁর লাইসেন্স রিনিউ করেছে ২০১৯ সালের শেষ পর্যন্ত। ২০১৮ সালের ডিসেম্বর মাসেই রেনোভেশনের পর নতুন নামে চালু করা হয় এই রেস্তরাঁ।সাবালান: দ্য টেস্ট অফ পার্শিয়া নামে বর্তমানে পরিচিত এই রেস্তরাঁ। ২০১৮ সালের জুলাই মাসে ভেঙে পড়েছিল দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার বারান্দা। ১৯ নভেম্বর বম্বে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল এরপরেও যদি কেউ ওই বাড়িতে থাকতে চান তাহলে নিজেদের দায়িত্বে থাকবেন। খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay https://ift.tt/2HKWbMF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.