বাড়ির নীচেই যমের বাসা! বেরোল ৪৫ মারাত্মক বিষধর...

এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়ির নীচ থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার হল। সাপ ধরার ১৮ মিনিট দীর্ঘ একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নথান হকিনস নামে এক সাপুড়ে।টেক্সাসের একটি বাড়ির মালিক তাঁর বাড়ির নীচের ফাঁকা অংশে কয়েকটা সাপ রয়েছে বলে সন্দেহ করেছিলেন। সেইমতো নথান হকিনসের সাপ ধরার সংস্থায় খবর দেন। ওই ব্যক্তির বাড়ির নীচের ছোট্ট একটি স্থানে মোবাইলের আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয় ওই পেশাদার সাপুড়ের। এক এক করে সেখান থেকে ৪৫টি বিষাক্ত র‌্যাটেলস্নেক উদ্ধার করেন তিনি। সর্প উদ্ধার অভিযানের ১৮ মিনিটের একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন হকিনস।উষ্ণতার জন্য সাপেরা কোনও এলাকায় দলে দলে আশ্রয় নেয়। মূলত শীতের সময় এমন ঘটনা ঘটে। বসন্তে তারা প্রযোজন করে এবং খাবারের সন্ধানে বেরিয়ে আসে। তবে নিজের বাড়িতেই এতগুলো বিষাক্ত সাপের সঙ্গে এতদিন কীভাবে ছিলেন ভাবতেও পারছেন না ওই ব্যক্তি।

from Eisamay https://ift.tt/2Jxf8EZ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.