লোক ঠকিয়ে দিল্লিতে গ্রেফতার ২ বিদেশি

এই সময় ডিজিটাল ডেস্ক: এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে দুই বিদেশি-সহ তিন জনকে শুক্রবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। ভেষজ তরল দেওয়ার নাম করে অভিযোগকারীর কাছ থেকে ১৩ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নেয় ওই প্রতারকরা। থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মনোজকুমার সিং, অ্যান্ডার জার্মিন ও ক্রিস্টোফার ওগবু। পুলিশ জানায়, মনোজের বাড়ি দিল্লির উত্তমনগরে। অ্যান্ডার আইভরি কোস্টের নাগরিক। বিজনেস ভিসায় ভারতে আসে। ক্রিস্টোফার নাইজেরীয়। এসেছে স্টুডেন্ট ভিসায়। প্রতারণার শিকার দিল্লির খানপুরের বসিন্দা লক্ষ্মীকান্ত সাউ লিখিত অভিযোগে জানান, একটি হার্বাল প্রোডাক্ট দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে গতবছর ১৩ লক্ষ ৭২ হাজার টাকা হাতিয়ে নেয় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই তিন জনের মধ্যে দু-জন বিদেশি। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে তিন জনের নাগাল পায় দিল্লি পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ) বিজয় কুমার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে চারটে মোবাইল ফোন, নগদ ৬৭ হাজার ১০০ টাকা, ২২টি বেআইনি এটিএম কার্ড এবং ৭টি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

from Eisamay https://ift.tt/2TQGfj6

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.