২৩ দিন পর বরফ গলার ইঙ্গিত, SSC ইস্যুতে হস্তক্ষেপের পথে রাজ্য

এই সময় ডিজিটাল ডেস্ক: ২৩ দিনে পড়ল এসএসসি চাকরীপ্রার্থীদের অনশন। এর মাঝে বেশ কয়েকবার আন্দোলনকারী ও শিক্ষামন্ত্রীর কথা হলেও, জট কাটার কোনও লক্ষণ দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত শুক্রবার এসএসসি অনশনকারীদের সমস্যা মেটাতে হস্তক্ষেপ করল সরকার। প্রথমেই অনশন প্রত্যাহার করার আবেদন করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বললেন, ' ১৫ দিনের মধ্যে সব অভিযোগ খতিয়ে দেখা হবে।' আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে শিক্ষামন্ত্রী আরও বলেন, 'এসএসসি আন্দোলনকারীদের প্রতি মানবিক সরকার। ৪ বার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। চাকরির ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে বিসর্জন দেওয়া যায় না। আইনের মধ্যে থেকেই সমস্যার সমাধান করা হবে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। ওয়েট লিস্ট কখনও প্যানেল হতে পারে না। প্যানেল ও ওয়েটিং লিস্টে ফারাক আছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদক্ষেপ করতে হবে এসএসসিকে। চাকরির ক্ষেত্রে মেধাকে বিসর্জন দেওয়া যাবে না।' পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, 'পরীক্ষা তো তাঁরা শুধু দেননি, আরও অনেক মানুষ পরীক্ষা দিয়েছেন। তবে অসহায় আন্দোলনকারীদের সবাই যোগ্য নয়। অনেকে তাঁদেরকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করছেন। সেটা ঠিক করছেন না। এখানে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন অনেকেই। 'উল্লেখ্য, প্রায় ৩৫০ জনকে নিয়ে অনশন শুরু করেছিলেন এসএসসি-র ওই চাকরিপ্রার্থীরা। কিন্তু তাঁদের মধ্যে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, একজনের গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে, আর প্রায় ১০০ জন গুরুতর অসুস্থ। তাঁদের সবাইকেই জোর করে বাড়িতে পাঠানো হয়েছে। অনশনকারীদের অভিযোগ, নবম-দশম-একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ ঠিকমতো হয়নি। যাঁরা এখানে বসে আছেন তাঁরা কেউ অকৃতকার্য নন। তবু অন্যায়ভাবে ওয়েটটিং লিস্টে রাখা হয়েছে তাঁদের।

from Eisamay https://ift.tt/2JAB5Dp

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.