আফগানিস্তানে খতম পাক মুখ্য তালিবান কম্যান্ডার সইফুল্লা মেহসুদ

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান কম্যান্ডার কারি বন্দুকবাজদের গুলিতে নিহত হয়েছে। এক বার্তায় তেমনটাই জানিয়েছে তালিবান সংগঠন। সংবাদসংস্থা সূত্রে খবর, সংগঠনের মুখপাত্র একটি অডিয়ো মেসেজে জানিয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুলু শিবিরের বাইরে কারি সইফুল্লা মেহসুদের মৃত্যু হয়েছে। ওই মুখপাত্র আরও দাবি করে, এই হামলা হাক্কানি নেটওয়ার্ক করেছে। কারণ, কিছুদিন আগে এলাকায় তেহরিক-ই-তালিবানের হকিমুল্লা মেহসুদ গোষ্ঠীর তিন জঙ্গিকে খতম করা হয়েছিল। ২০০৭ সালে বইতুল্লা মেহসুদ তেহরিক-ই-তালিবান জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিল, বর্তমানে যা চারটি দলে ভাগ হয়ে গিয়েছে। এই চারটি গোষ্ঠী হল সোয়াট গোষ্ঠী, মেহসুদ গোষ্ঠী, বাজাউর এজেন্সি গোষ্ঠী আর দররা আদমখেল গোষ্ঠী।

কারি সইফুল্লা মেহসুদ একাধিক জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, বিভিন্ন দেশে জঙ্গি আক্রমণে তার নাম পাওয়া যায়। এক অডিয়ো বার্তায় মেহসুদ দাবি করেছিল, তেহরিক-এ-তালিবান চলতি বছরে ৭৫টি জঙ্গি হামলা করেছে। যেগুলোর মধ্যে বেশিরভাগ খাইবার পাখতুনখা আর উত্তর এবং দক্ষিণ বজিরিস্থান জেলায় স্থানীয় বয়স্কদের নিশানা করেই হয়েছিল। ২০১৫ সালে করাচিতে বাসের মধ্যে জঙ্গি হামলায় ৪৫ জন প্রাণ হারিয়েছিলেন। কারি সইফুল্লা সেই ঘটনার দায় স্বীকার করেছিল। ২০১৬ সালে মেহসুদ মার্কিন সেনার হাতে একবার গ্রেফতারও হয়েছিল। কিন্তু, মাত্র ১৪ মাস তাকে জেল রেখে ছেড়ে দেয় মার্কিন সেনা।


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2SC2h7z

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.