এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন। ফেসবুক লাইভে দাঙ্গার ছবিও সামনে এনেছিলেন। তার জেরেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষিকা, অভিনেত্রী তথা উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র সাদাফ জাফরকে। শনিবার লখউয়ের নিম্ন আদালতে জামিন মঞ্জুর হয়েছে সাদাফের। তাঁর সঙ্গেই জামিন পেয়েছেন সিএএ বিক্ষোভে শামিল হওয়া প্রাক্তন আইপিএস অফিসার এসআর দারাপুরী-সহ আরও ১০ জন। ১৯ ডিসেম্বর লখনউয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন সাদাফ। প্রশাসনের দাবি, সেই বিক্ষোভে ভিড়ের মধ্যে থেকে অসংখ্য বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছিল। সেই দাঙ্গার ফেসবুক লাইভ করছিলেন সাদাফ। তাতে পুলিশকর্মীদের উদ্দেশে সাদাফকে বলতে শোনা যায়, বিক্ষোভকারীদের হিংসা থামানোর চেষ্টা পুলিশ কেন করছে না? ফেসবুক লাইভে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন কংগ্রেস নেত্রী। গ্রেফতারির পরে তাঁকে মারধরের অভিযোগও ওঠে যোগীপুলিশের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ মানতে চায়নি পুলিশ। সাদাফের গ্রেফতারির পরেই নানা মহল থেকে আওয়াজ ওঠে। সরব হন চিত্র পরিচালক মীরা নায়ার। ও দারাপুরীর মুক্তির দাবিতে সরব হন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় লখনউয়ের রাস্তায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন সনিয়া কন্যা প্রিয়াঙ্কা। সাদাফ জাফরের আইনজীবী হরজোত সিংয়ের প্রতিক্রিয়া, 'ইচ্ছাকৃত ভাবেই গ্রেফতার করা হয়েছিল আমার মক্কেলকে। যারা সেদিন পুলিশের দিকে পাথর ছুড়ছিল, তাদের কিছু বলা হয়নি। উলটে প্রতিবাদ করায় গ্রেফতার হতে হয় সাদাফ জাফরকে।' এর আগে সাদাফের জামিনের জন্য আবেদন করা হলেও, তা খারিজ হয়ে যায় লখনউয়ের এক নিম্ন আদালতে। সরকারি কৌঁসুলি দীপক যাদব বলেন, হিংসায় মদত দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল সাদাফ জাফরের বিরুদ্ধে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন। সাদাফের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে হিংসা ছড়ানোর কোনও প্রমাণ নেই। বিনা কারণে এতদিন তাঁকে আটকে রাখা হয়েছিল।
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2FjE91D