বিজেপি সাংসদের হুমকি, সরকারি জমিতে থাকা অবৈধ মসজিদ গুঁড়িয়ে দেব

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটের আগে বাজার গরম করতে ফের মসজিদ ভাঙার হুমকি দিলেন পরবেশ ভার্মা। সরকারি জমি দখল করে থাকা মসজিদ ও গোরস্থান ভেঙে ফেলার হুমকি আগেই দিয়েছিলেন বিজেপির সাংসদ। দিল্লির বিধানসভা ভোটের আগে সোমবার তিনি একই তাস খেললেন। পরবেশ বলেন, দিল্লিতে সরকারি জমির উপর নির্মিত মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, বিভাজনের রাজনীতিতেই ভোটে বাজিমাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। গত বছর জুন মাসে পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ দিল্লির লেফট্যানেন্ট গভর্নর অনিল বৈজাল-কে চিঠি লিখে সরকারি জমিতে বেআইনি ভাবে নির্মিত মসজিদ ও কবরস্থানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন। বিজেপি নেতার দাবি ছিল, তাঁর নির্বাচনী এলাকার লোকজন তাঁর কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। গভর্নরকে লেখা সেই চিঠি-তে এই জাতীয় ৫০টিরও বেশি ঘটনার তালিকা দেওয়ার দাবিও করেছিলেন। এদিন তিনি বলেন, সরকারি জমি দখল করে কেউ মন্দির বা গুরুদ্বার নির্মাণের অভিযোগ করলেও তা তিনি লেফটেন্যান্ট গভর্নরকে জানাতেন। কিন্তু, তাঁর দাবি সরকারি জমিতে অবৈধভাবে কোনও মন্দির বা গুরুদ্বার তৈরি হয়েছে এমনটা ঘটেনি। শুধু মসজিদ ও কবরস্থানই পাওয়া গিয়েছে। আর সরকারি জমি দখল করে নির্মিত মসজিদগুলি নিশ্চিতভাবে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি। গত বছর এই বিষয়ে অভিযোগ করার পর, দিল্লির সংখ্যালঘু কমিশন একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিল। শহরের মোট ৬৮টি মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ও ইমামবাড়া পরিদর্শন করে সেই কমিটি অবশ্য জানিয়েছিল, পশ্চিম দিল্লির সাংসদের দাবি সর্বৈব 'মিথ্যা'। এমনকী তারা বিজেপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার সুপারিশও করেছিল।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/36RB8BU

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.