প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ-সহ কয়েক রাজ্যে মাও হামলার ছক

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার, প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েক'টি রাজ্যে নাশকতা চালাতে পারে মাওবাদীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। অমিত শাহের মন্ত্রক থেকে নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশ প্রধানের কাছে আসা সতর্কবার্তায় বলা হয়েছে, মাওবাদীরা ২৬ জানুয়ারি কালা দিবসের ডাক দিয়েছে। সেই সঙ্গে রেললাইনে গাছ ফেলে বিঘ্ন ঘটানো, যাত্রিবাহী ট্রেনে নাশকতা করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, বিভিন্ন স্থানে সড়ক বা সরকারি পরিকাঠামো, নির্মাণসামগ্রীতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটতে পারে। রাজ্যগুলি যাতে পর্যাপ্ত আগাম ব্যবস্থা নেয়, সে ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ রাজ্যগুলিকে সতর্ক করেছে। নবান্নের একটি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও ওডিশায় মাওবাদী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির তরফে বীজাপুর জেলায় বয়কটের ডাক দিয়ে লিফলেট ছড়ানো হয়েছে। গত বছর প্রজাতন্ত্র দিবসের সময়েও নারায়ণপুর ও সুকমায় বিভিন্ন নির্মাণ সরঞ্জামে আগুন লাগিয়ে দিয়েছিল মাওবাদীরা। কাঁকেড় জেলাতেও একই ঘটনা ঘটেছিল। এ বারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলেই আশঙ্কা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। যে কারণে দান্তেওয়াড়া জেলার উপর দিয়ে আগামী কয়েক দিন ট্রেল চলাচলের উপর সতর্কতা জারি করেছে সরকার। ধানবাদের বিভিন্ন সরকারি দফতরে মাওবাদীরা কালো পতাকা লাগাতে পারে বলেও ধারণা। গিরিডির বিভিন্ন এলাকায় সরকারি অনুষ্ঠানে মাওবাদী সমর্থকেরা পাথর ছুড়তে পারে বলে গোয়েন্দারা অনুমান করছেন। নিরাপত্তা বাহিনীকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2TXY5Q4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.