পরিবারের একজনের মৃত্যু করোনায়, বাকি ৯ সদস্যও ভাইরাস সংক্রামিত

এই সময় ডিজিটাল ডেস্ক: হঠাত্‍‌ অসুস্থ হয়ে দিন সাতেক আগেই পরিবারের এক সদস্য মারা যান হাসপাতালে। মৃতের শরীরে করোনা যে নীরবে থাবা বসিয়েছিল, মৃত্যুর সময় পর্যন্ত কেউ টেরটিও পাননি। জানা যায়, আরও পরে। নিয়মমাফিক মৃতের নমুনা টেস্টের রিপোর্ট আসার পর। মাঝের এই সাত দিনে পরিবারের ৯ সদস্যকেও করোনা থাবা মেরেছে। ঘটনা মহারাষ্ট্রের থানের উল্হাসনগর টাউনশিপে। হাসপাতালের একটি সূত্রে খবর, করোনার সংক্রমণ জানা না-গেলেও হাসপাতাল থেকে দেহ ছাড়ার সময় মৃতের পরিবারকে সতর্ক করা হয়েছিল। প্লাস্টিকশিটে মোড়া দেহের বাঁধন খুলতে নিষেধ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু, শেষকৃত্যের আচার পালনে সেই নির্দেশের তোয়াক্কা করেনি পরিবার। মৃতদেহ সত্‍‌কারের আগে বাঁধন খুলে ফেলা হয়। যারা পরিণতিতে থানের ওই পরিবারটির ৯ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে। উল্হাসনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখপাত্র যুবরাজ বাধানে বলেন, '৮ মে পরিবারের মাঝবয়সি এক সদস্য মারা যান। একদিন পর জানা যায়, মৃত ওই ব্যক্তি করোনা পজিটিভ। নির্দেশিকা মেনে মৃতদেহের সত্‍‌কার করার কথা বলেছিল হাসপাতাল। কিন্তু, পরিবার তাতে আমল দেয়নি। মৃতের রিপোর্ট যে , পরদিন তা জানার পরেই পুরসভা তত্‍‌পর হয়। খোঁজ পড়ে কারা কারা মৃতের শেষকৃত্যে শামিল হয়েছিলেন। জানা যায়, ৭০ জন গিয়েছিলেন শেষকৃত্যে। সবারইনমুনা পরীক্ষায় পাঠানো হলে, শুক্রবার তার রিপোর্ট আসে। তাতে দেখা যায় ওই পরিবারটির ৯ জনই করোনা পজিটিভ। থানের উলহাসনগরে এখনও পর্যন্ত ৮৯ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে ওই পরিবারটিরই ১০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dMo2sH

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.