একলপ্তে জম্মু থেকে ১০ কোম্পানি সশস্ত্র বাহিনী তুলে নিল কেন্দ্র

এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে শনিবারই জম্মু থেকে একলপ্তে ১০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তুলে নেওয়া হল। এর মধ্যে ৯ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ()-কে পাঠানো হচ্ছে মহারাষ্ট্রে। শনিবার এই মর্মে নির্দেশ দেন অমিত শাহ। ১০ কোম্পানি CAPF, অর্থাত্‍,‌ এক হাজারের উপর কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী একদিনে তুলে নেওয়া হল কেন্দ্র শাসিত জম্মু থেকে । সূত্রের খবর, র‌্যাপিড অ্যাকশান ফোর্সের ৪ কোম্পানি, সিআরপিএফের ২ কোম্পানি, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্সের তিন কোম্পানি-- এই ৯ CAPF কোম্পানি মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে। গোটা রাজ্যে কয়েক দফায় করোনা লকডাউন কার্যকর করতে গিয়ে, মহারাষ্ট্র পুলিশকে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। রাজ্য পুলিশের উপর থেকে কাজের ওভারলোড কমাতে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে দরবার করে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের আর্জিতে চতুর্থ দফায় লকডাউন শুরুর আগেই ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুর করেন অমিত শাহ। ১৮ মে সোমবার থেকে লকডাউন ৪.০ শুরু হয়ে যাবে। তার আগেই মহারাষ্ট্রে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ জন মারা গিয়েছেন। একই সময়ে রাজ্যে নতুন করে করোনা পজিটিভ বেড়েছে ১,৬০৬। সংক্রমণ শুরু হওয়া থেকে রাজ্যে একদিনে এত বড় সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর নজির নেই বলে দাবি করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। তিনি জানান, শনিবার বিকেল পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্ত বেড়ে হয়েছে ৩০,৭০৬। এ পর্যন্ত ১,১৩৫ জন মারা গিয়েছেন। রাজ্যের প্রত্যাশা পূরণ না-হলেও ৯ কোম্পানি কেন্দ্রীয় কোম্পানি মহারাষ্ট্রে পৌঁছে গেল, রাজ্য পুলিশের উপর থেকে অতিরিক্ত চাপ খানিক লাঘব হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3g23PkH

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.