ভিয়েনা হামলার দায় নিল আইএস, অস্ট্রিয়ান পুলিশের হাতে গ্রেফতার ১৪

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে ভিয়েনায় বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন সন্দেহভাজকে গ্রেফতার করেছে অস্ট্রিয়ান পুলিশ। নিহত বন্দুকবাজের সহযোগী সন্দেহে এদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সোমবার রাতের ওই সন্ত্রাসবাদী হামলায় চার জন নিহত হয়েছেন। এর মধ্যে দু-জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতে হামলাকারী মারা পড়ার আগে পর্যন্ত তার এলোপাথাড়ি গুলিতে ২২ জনেরও বেশি জখম হয়েছেন। এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করে অস্ট্রিয়ান পুলিশ। মোট ১৮টি জায়গায় রেইড করা হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে সবমিলিয়ে ১৪ জন গ্রেফতার হয়েছে। আদতে এটি সন্ত্রাসবাদী হামলা কি না, তা নিয়ে নানা মহলে ধন্দ থাকলেও অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার রাতেই দাবি করেন ভিয়েনায় জঙ্গি হামলাই হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ভিয়েনা হামলার দায় স্বীকার করে। সোমবার গভীর রাতে ভিয়েনার একটি জনাকীর্ণ পানশালা-সহ একাধিক জায়গায় বন্দুক হাতে তাণ্ডব চালায় আততায়ী। তাণ্ডব শুরুর কয়েক মিনিটের মধ্যে পুলিশ ওই বন্দুকবাজকে খতম করে। নিহতের পরিচয়ও জানা গিয়েছে। নিহতের নাম কুজটিম ফেজুলাই। বছর ২০-র এই যুবক অস্ট্রিয়ান হলেও উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকত্বও তার ছিল। সোমবার রাতের ঘটনাকে ইসলামিক সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করে, চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, 'আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের মৌলিক মূল্যবোধ, আমাদের জীবনযাত্রা এবং গণতন্ত্রকে রক্ষা করব।' বন্দুকবাজের সঙ্গে যোগসূত্র থাকতে পারে সন্দেহে মঙ্গলবার সুইস পুলিশ জুরিখের কাছে দু'জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার টেলিগ্রাম বার্তায় ভিয়েনা হামলার দায় নেয় ইসলামিক স্টেট। তবে, এ সম্পর্কে কোনও প্রমাণ তারা দেয়নি। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহমার জানিয়েছেন, সোমবার রাতের হামলায় দুই মহিলা-সহ চার জন মারা গিয়েছেন। দুই মহিলার একজন ওই পানশালার ওয়েট্রেস। নিহতদের মধ্যে আছেন একজন বয়স্ক মানুষও। চতুর্থ জন এক তরুণ পথচারী। জার্মানির বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভিয়েনায় বন্দুকবাজের তাণ্ডবে এক জার্মান মহিলাও মারা গিয়েছেন। আরও পড়ুন: এদিকে, ভিয়েনার মেয়র এদিন জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। সম্ভাব্য দ্বিতীয় বন্দুকবাজের সন্ধানে মঙ্গলবার ব্যাপক অভিযান হতে পারে আশঙ্কা করে লোকজনকে ঘরে থাকতে অনুরোধ করেছিল সরকার। তাই এদিন ভিয়েনার রাস্তাঘাট একরকম জনমানবশূন্যই ছিল। আরও পড়ুন: অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহত বন্দুকবাজ ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল। যে কারণে আট মাস তাকে জেলও খাটতে হয়েছে। তিনি জানান, মঙ্গলবার থেকেই ফের কোভিড কারফিউ জারির কথা ঘোষণা করা হয়েছিল। তাই সোমবারের রাতটা উপভোগ করার জন্যই লোকজন রাস্তায় বেরিয়েছিলেন। বন্দুকবাজ তার সুযোগ নিয়ে একটি পানশালা-সহ মোট ছটি জায়গায় হামলা চালায়। জানা গিয়েছে, হামলা চালানোর আগে সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে নিজের একটি ছবিও পোস্ট করেছিল কুজটিম ফেজুলাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেজুলাইয়ের সঙ্গে আর কেউ ছিল কি না, বা আর কেউ নতুন করে হামলার পরিকল্পনা করেছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তদন্তের প্রয়োজনে লোকজন পুলিশের কাছে প্রচুর মোবাইল ফুটেজ পাঠিয়েছে। তা পরীক্ষা করে এখনও পর্যন্ত দ্বিতীয় হামলাকারীর সন্ধান মেলেনি। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38aGyvk

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.