কাশ্মীরে পাক হামলায় নিহত বেড়ে ১১, শহিদ আরও এক জওয়ান

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনার হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ১১। শুক্রবার রাতে পাক শেলের আঘাতে আরও এক সেনা শহিদ হন। সবমিলিয়ে বিএসএফের এক অফিসার সহ পাঁচ জওয়ান পাকিস্তানি গোলায় শহিদ হয়েছেন। এ ছাড়া আর ছয় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এদিনের পাক হামলায়। সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার দিনভর একাধিক সেক্টরে বিনা প্ররোচনায় ব্যাপক ভাবে গোলাবর্ষণ করেছে পাকসেনা। যার জেরে এই প্রাণহানি। এদিকে, পাকিস্তানকে সবক শেখাতে এদিন ভারত কড়া প্রত্যাঘাত করেছে। যার জেরে পাকিস্তানের দুই এসএসজি কম্যান্ডার-সহ আট সেনা নিহত হয়েছেন। ঘায়েল হয়েছেন আরও ১২ পাক জওয়ান। এলওসি বরাবর গোলাবারুদ মজুদ করে রাখা পাকিস্তানের একাধিক বাংকার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেইসঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের লঞ্চপ্যাডগুলিও মিসাইল হামলায় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার আধিকারিকেরা জানিয়েছেন, কোনও প্ররোচনা ছাড়াই শুক্রবার জম্মু-কাশ্মীরের গুরেজ ও উরি সেক্টরে একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকসেনা গোলাবর্ষণ করেছে। পুরনো কৌশল মতো ভারতীয় সুরক্ষা বাহিনীকে গোলাগুলিতে ব্যস্ত রেখে, সেই সুযোগে জঙ্গি অনুপ্রবেশ করানোর তালে ছিল পাক সেনা। কিন্তু, সেই উদ্দেশ্য বানচাল করে দেয় ভারত। এর পরেই পাক মদতপুষ্ট জঙ্গিদের সুবিধা করতে ভারী গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। যার জেরে শহিদ হন ৫ সেনা। শ্রীনগরের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পাকিস্তান মর্টার ছাড়াও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনবসতিপূর্ণ এলাকাগুলিকে টার্গেট করা হয়েছিল। তিনি নিশ্চিত করেন পাকিস্তানের বাংকার, লঞ্চপ্যাড ছাড়াও ফুয়েল ডাম্পসগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আরও পড়ুন: কর্নেল কালিয়া জানান, শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান সেক্টর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, ভারতীয় সুরক্ষা বাহিনী সতর্ক থাকায় পাকিস্তানেকর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু-বার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনা। এর আগে ৮ নভেম্বর ভোররাতে মাচিল সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন ক্যাপ্টেন-সহ তিন সেনা জওয়ান ও একজন বিএসএফ জওয়ান। আরও পড়ুন: শুক্রবার রাতে পাকসেনা বিবৃতি দিয়ে জানায়, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ভারী গোলাবর্ষণে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ৫ জন। পাকিস্তানের অভিযোগ, ১৩ নভেম্বর একাধিক সেক্টর থেকে ভারত বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। যার জেরে এক পাকসেনা নিহত হয়েছেন। পাঁচ জন ঘায়েল হয়েছেন। ওই বিবৃতিতেই দাবি করা হয়, চার পাকিস্তানি নাগরিকও ভারতীয় গোলাবর্ষণে নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ১২ জন। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3nnn0bd

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.