শবরীমালা সবার, অহিন্দুদের প্রবেশেও কোনও বাধা নেই: হাইকোর্ট

এই সময় ডিজিটাল ডেস্ক: শবরীমালা মন্দির সবার। অহিন্দুদেরও সেখানে যাওয়ায় কোনও বাধা নেই। বলল কেরালা হাইকোর্ট। শবরীমালায় অহিন্দুদের প্রবেশ রুখতে আদালতে আবেদন জানিয়েছিলেন BJP নেতা টিজি মোহনদাস। সেই পিটিশনে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বলেছেন, এমনটা করা হলে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে। বিচারপতি পিআর রামচন্দ্র মেনন ও দেবন রামচন্দ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শবরীমালায় যান সব ধর্মের মানুষ। সেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হলে তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে। এটাই একমাত্র ধর্মীয় স্থান যেখানে সব ধর্মের ভক্তদের প্রবেশের অনুমতি রয়েছে। এ ব্যাপারে সরকার ও মন্দির কর্তৃপক্ষের কী মত, তাও জানতে চেয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী করতে মহিলাদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও এদিন জানতে চায় আদালত। সরকারপক্ষের আইনজীবী জানান, যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েকজন অপরাধী ভক্তদের বেশ ধরে শীর্ষ আদালতের নির্দেশ আটকানোর চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। তবে নীলাকলে পুলিশকর্মীরা বিভিন্ন গাড়ির উপর যেভাবে ভাঙচুর চালিয়েছেন, সে ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালতের মতে, কোনও আধুনিক বাহিনীকে এমন কাজ মানায় না। ভিডিয়ো দেখে অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করতেও বলেছে আদালত। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2Az237D

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.