এই সময় ডিজিটাল ডেস্ক: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে ভারতের প্রধান অতিথি হিসেবে যে উপস্থিত থাকতে পারবেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা আগেই জানা গিয়েছিল। সোমবার হোয়াইট হাউসের তরফে তার নির্দিষ্ট কারণ জানানো হয়েছে।ওই একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি নরেন্দ্র মোদীকে দেওয়া কথা রাখতে পারবেন না বলেই জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জুলাই মাসেই জানিয়েছিলেন, ভারত সফরের আমন্ত্রণ পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ‘২০১৯ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হওয়ার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পেয়ে সম্মানিত প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সময়ের অভাবের কারণে তিনি ওই সময়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।’জানা গিয়েছে ওই একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেসের দুটি হাউসের উদ্দেশেই বার্ষিক স্টেট অফ দ্য ইউনিয়ন-এর ভাষণ দেবেন। সাধারণত এই অনুষ্ঠান আয়োজিত হয় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। হোয়াইট হাউসের মুখপাত্র এও জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো। ভারত-মার্কিন সম্পর্ককে আরও দৃঢ় করতে উত্সাহী তিনি।
from Eisamay https://ift.tt/2ESux0x