রাজনৈতিক সংকটে বাড়ছে হিংসা! শ্রীলঙ্কায় গুলিতে মৃত ১, আহত ৩

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংকট এ বার হিংসার রূপ নিল শ্রীলঙ্কায়। সদ্য প্রধানমন্ত্রীর পদ হারানো রনিল বিক্রমসিংঘের মন্ত্রিসভার পেট্রলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রেসিডেন্টের সমর্থক জনতার বিরুদ্ধে। বিক্ষোভকারীদের হঠাতে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীর দেহরক্ষীরা গুলি চালালে একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর, এই প্রথম গুরুতর হিংসার ঘটনা ঘটল কলম্বোতে। তাঁকে বেআইনি ও অসাংবিধানিক উপায়ে সরানো হয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে অস্বীকার করেছেন বিক্রমসিংঘে। তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বৌদ্ধ সন্ন্যাসী-সহ শতাধিক সমর্থক। তাঁর দিকেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে দাবি করে সংসদের জরুরি অধিবেশন ডেকে আস্থা ভোটের দাবি জানিয়েছেন বিক্রমসিংঘে। অপরদিকে মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা জানিয়েছেন, বিক্রমসিংঘেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের করতে এ বার পুলিশ আদালতের দ্বারস্থ হবে। প্রতিবেশী ও পশ্চিমি দেশগুলি শ্রীলঙ্কার কাছে সংবিধান মেনে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে। শ্রীলঙ্কার সংসদীয় অধ্যক্ষ কারু জয়সূর্য এ দিন বিক্রমসিংঘের পাশে দাঁড়ানোয় তাঁরা কিছুটা জোর পেয়েছে। জয়সূর্যের দাবি, নয়া প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না-করা পর্যন্ত বিক্রমসিংঘেকে সুবিধে ও নিরাপত্তা দুই-ই দেওয়া উচিত। শনিবারই বিক্রমসিংঘের নিরাপত্তা ব্যবস্থা ও সুযোগ সুবিধে তাঁর থেকে তুলে নেওয়া হয়েছে। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2JkvInW

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.