সোমবার থেকে সুপ্রিম কোর্টে শুরু অযোধ্যা জমি মামলার শুনানি

এই সময় ডিজিটাল ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে সোমবারই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। ২.৭৭ একরের ওই জমিতে হিন্দু না মুসলমান কাদের অধিকার তা শীর্ষ আদালতের শুনানিতে স্পষ্ট হবে ববে আশা করা হচ্ছে। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমিকে সমান তিন ভাগ করার নির্দেশ দেয়। রামলাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে এই জমি ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধিতা করে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে শুরু হবে শুনানি। গত ২৭ সেপ্টেম্বর সিজেআই দীপক মিশ্র এবং বিচারপতি অশোক ভূষণ ও এস আবদুল নাজিরের ডিভিশন বেঞ্চ অযোধ্যা মামলার দ্রুত শুনানির পথে বাধা দূর করে। মুসলিম সংগঠনের আবেদন খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে মসজিদ নমাজ পড়ার জন্য আবশ্যক নয়। খবরটি ইংরেজিতে পড়ুন।

from Eisamay https://ift.tt/2AxD0lx

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.