রাস্তায় কুলফি বেচেই পেট চলে অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সারের

এই সময় ডিজিটাল ডেস্ক: একসময় টিভিতে তাঁর বক্সিং দেখে হাততালির বন্যা বইত। এশিয়ান গেমসে রুপোজয়ী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত হরিয়ানার সেই দীনেশ কুমারকে এখন দিন গুজরান করতে হয় রাস্তায় কুলফি বেচে। ঠেলা গাড়িতে কুলফি-আইসক্রিম বিক্রি করে পেট চলে ৩০ বছরের এই বক্সারের। একসময়ে দেশে ও দেশের বাইরে ১৭টি সোনা, একটি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতেছেন ভিওয়ানির ছেলেটি। ২০১০ সালে পান অর্জুন পুরস্কার। তবে ২০১৪ সালে শেষ হয়ে যায় তাঁর দেশের অন্যতম বক্সিং স্টার হয়ে ওঠার স্বপ্ন। সামানার কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। গুরুতর আঘাত পান দীনেশ। তাঁর দাদা জানালেন, 'বিশ্বজুড়ে নানা প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে দীনেশ। ওকে ইংল্যান্ড ও অন্যান্য দেশে পাঠানোর জন্য বাবা পরপর ঋণ করে গিয়েছেন। এখন তিনি লাখ লাখ টাকার দেনায় ডুবে রয়েছেন। সে জন্যই আমাদের এখন এত করুণ অবস্থা। সরকার কোনও সাহায্য করেনি। আমরা কী ভাবে বেঁচে আছি, তা কেউ জানতেও চাননি।'অগত্যা কুলফি বিক্রি করে পরিবারের দেনা মেটানোর চেষ্টা করছেন বলে জানালেন দীনেশ। তাঁর কথায় ঝরে পড়ল হতাশা। দীনেশ বললেন, 'সরকার আমায় আর্থিক সাহায্য করবে বা চাকরি দেবে এমন কোনও আশা আর করি না। দুর্ঘটনার পর থেকে যে দলই ক্ষমতায় আসুক, কেউই আমায় সাহায্য করেনি। সরকারকে জানাতে চাই, এখনও একজন ভালো খেলোয়াড় হওয়া সত্ত্বেও এ ভাবে আমি নিজেকে নষ্ট করছি। আমার জন্য পরিবারের যে ধারদেনা হয়েছে, তা মিটিয়ে ফের বক্সিং রিং-এ ফিরব।' বর্তমানে শিশুদের কোচিং করান দীনেশ। তিনি জানালেন, 'আমার কোচ করা শিশুরা আন্তর্জাতিক ক্ষেত্রে খেলছে।' দীনেশকে সরকারি সাহায্য দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তাঁর কোচ বিষ্ণু ভগবানও। তিনি জানালেন, 'দীনেশ খুব ভালো বক্সার। ও প্রচুর পদক জিতেছে। এখনও ওর মধ্যে বক্সিং রয়েছে। সরকারি সাহায্য পেলে ও আরও এগোতে পারবে।'

from Eisamay https://ift.tt/2SoyZ9U

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.