সামনের বছরই বিবাহবন্ধনে রণবীর-আলিয়া!

এই সময় ডিজিটাল ডেস্ক: সামনের বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সূত্রের দাবি সত্যি হলে এই কানাকানিই বাস্তব রূপ নিতে চলেছে। শুধু তাই নয়, বিয়ের পর অন্য 'কাপুর-বহু'দের মতো আলিয়া যে কেরিয়ার ছাড়বেন না, তাও নিশ্চিত করেছেন ওই সূত্র। কাপুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, 'পরিবারের সবাই আলিয়াকে স্বাগত জানিয়েছে। কাজেই শুধু যে রণবীরই আলিয়াকে ভালোবাসেন, এমনটা নয়। তাঁর বাবা-মা, বোন ও পরিবারের বাকি সবার কাছে আলিয়া খুবই আদরের। রণবীরের মাথাতেও বিয়ের কথাটা ঘুরছে। আর এ বার ও আনন্দের সঙ্গে সেটা সেরে ফেলবে। বিয়ের তারিখ ঠিক করার আগে ঋষি কাপুরের সেরে ওঠার জন্য অপেক্ষা করছে রণবীর-আলিয়া।'আলিয়া তাঁর ভবিষ্যত্‍‌ পরিকল্পনা সম্পর্কে এখনও খোলাখুলি কিছু না-জানালেও, তিনি বিয়ের পরও একইভাবে অভিনয় চালিয়ে যাবেন বলে সূত্রের দাবি। তাঁর কথায়, 'করিশ্মা-করিনার মা ববিতা ও ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং বিয়ের পর অভিনয় করা ছেড়ে দিয়েছিলেন। তবে আলিয়া তাঁর কেরিয়ার চালিয়ে যাবেন।'

from Eisamay https://ift.tt/2CLPbN0

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.