এই সময় ডিজিটাল ডেস্ক: সেন্ট্রাল মুম্বইয়ের তারদেও এলাকার একটি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী। মৃত ১৬ বছরের প্রিয়াঙ্কা কোঠারি। প্রিয়াঙ্কা ইম্পেরিয়াল টাওয়ারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বিল্ডিংয়ের ১৩ তলা থেকে ঝাঁপ দেয় ওই কিশোরী। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।কেন আত্মঘাতী হল কিশোরী, তা অবশ্য এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে। ঘটনাস্থল বা মেয়েটির ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি।
from Eisamay https://ift.tt/2Rh4xNy