মধ্যপ্রদেশ-ছত্তিসগড়-রাজস্থানে ক্ষমতায় কে? চাঙ্গা বেটিং বাজার

এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থানে কোন দল সরকার গঠন করবে তা নিয়ে কালো বাজারে চলছে দেদার বেটিং। মধ্যপ্রদেশে চতুর্থবার সরকার গঠনে সক্ষম হবে বিজেপি নাকি দীর্ঘ ১৫ বছর পর মসনদে ফিরে আসবে কংগ্রেস, এই নিয়েই তরজা এখন চরমে।হার-জিতের এই খেলায় উত্‍সবের মরশুমে বাড়তি আয়ের পথ দেখছে জুয়াড়িরা। একদিকে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত করতে পারেনি। তবে জুয়ার বাজার কোমর বেঁধে তৈরি। মধ্যপ্রদেশে যদি কেউ বিজেপি-র উপর ১০ হাজার টাকার বাজি ধরে, তাহলে গেরুয়া শিবির জিতলে সেই ব্যক্তি ফেরত পাবেন ১১ হাজার টাকা। কিন্তু কংগ্রেস হারলে ৪৪০০ টাকার পরিবর্তে হারতে হবে ১০ হাজার। এক বুকির মতে, ‘আমরা নিশ্চিত মধ্যপ্রদেশে বিজেপি সরকারই ফিরে আসবে। কংগ্রেসের আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ছত্তিসগড়েও বিজেপি আসবে। তবে এবার রাজস্থানে সরকারে ফিরতে চলেছে কংগ্রেস। প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে বেটিং দরে সামান্য পরিবর্তন আসতে পারে।’নির্বাচনের সময়ে সাট্টা বাজার নতুন নয়। প্রতিবারই নির্বাচনের সময়ে কোটি টাকার লেনদেন হয় জুয়ার বাজারে। শুধুমাত্র ফোন নয়, বেটিং চলে ওয়েবসাইট এবং বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে। ফলে এদের ধরাও সম্ভব হয় না পুলিশের পক্ষে। খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay https://ift.tt/2PomGM8

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.