অঙ্গ প্রতিস্থাপনে নয়া মাইলস্টোন কলকাতার, ১ দাতার দানে আলো ফুটল ৬ জীবনে

এই সময় ডিজিটাল ডেস্ক: সরকারি উদ্যোগের ফলে রাজ্যে অঙ্গদানের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে। যার জেরে অঙ্গদান এবং প্রতিস্থাপন, উভয় ক্ষেত্রই একের পর এক সাফল্য আসছে। এর রেশ ধরেই সফল অঙ্গ প্রতিস্থাপনে নয়া নজির গড়ল কলকাতা। এবার এক 'ব্রেন ডেড' তরুণের দান করা অঙ্গে ছ'জনের জীবনে নতুন আলো ফুটল। এই শহরে মোট ছ'টি সফল অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। অঙ্গদাতা এবং গৃহীতাদের প্রত্যেকেই এই রাজ্যের বাসিন্দা। গত বৃহস্পতিবার অ্যাপোলো গ্লেনাগেলসে দুর্ঘটনায় জখম এক যুবককে 'ব্রেন ডেড' ঘোষণা করা হয়। তাঁদের প্রিয়জনের অঙ্গ দানে রাজি হন মৃত যুবকের পরিবারের সদস্যরা। সেই অনুসারে অ্যাপোলো গ্লেনাগেলসের তরফে রাজ্যের স্বাস্থ্য দফতর এবং ROTTO-র সঙ্গে যোগাযোগ করা হয়। ঠিক হয় ব্রেন ডেড যুবকের হার্ট, লিভার এবং একটি কিডনি অ্যাপোলোতে চিকিৎসাধীন তিন রোগীর দেহে প্রতিস্থাপন করা হবে। অপর কিডনিটি গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কলকাতা পুলিশ। কর্নিয়া দু'টি পাঠানো হয় দিশা আই ফাউন্ডেশনে।শুক্রবার অ্যাপোলো গ্লেনাগেলসে ৩ জন রোগীর দেহে হার্ট, লিভার এবং কিডনি প্রতিস্থাপন করা হয়। এই ঘটনা শুধু অ্যাপোলো নয়, রাজ্য তথা পূর্বাঞ্চলে মাইলস্টোন। এই সাফল্যে স্বভাবতই খুশি অ্যাপোলো গ্লেনাগেলস-এর সিইও রানা দাশগুপ্ত। রাজ্য সরকারের উদ্যোগ ও ইতিবাচক ভূমিকার কারণে অঙ্গদান এবং প্রতিস্থাপনের ঘটনা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

from Eisamay https://ift.tt/2z5L9vx

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.