'গডম্যান' দাতি মহারাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা সিবিআইয়ের

এই সময় ডিজিটাল ডেস্ক: 'স্বঘোষিত গুরু' দাতি মহারাজ ওরফে দাতি মদনলাল রাজস্থানীর বিরুদ্ধে শুক্রবার ধর্ষণের মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই। ধর্ষণ ছাড়াও অস্বাভাবিক যৌনতার অভিযোগ আনা হয়েছে দাতি মহারাজের বিরুদ্ধে। যে কারণে সিবিআইয়ের এই মামলা। দাতি ছাড়াও সিবিআইয়ের এফআইআরে তার সঙ্গী অশোক, অর্জুন ও অনিলের নাম রয়েছে। অভিযোগ, বছর পঁচিশের এক শিষ্যাকে দক্ষিণ দিল্লির ফতেহপুর বেরি আশ্রমের মধ্যে ধর্ষণ করে মহারাজ ও তার তিন সঙ্গী। যে ঘটনাটি ঘটেছিল ২০১৬-র ৯ জানুয়ারি। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গত জুনে মামলা রুজু করে। তদন্ত না এগোনোয় দিল্লি হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে মামলাটি হস্তান্তর করা হয়। তার পরেই এফআইআর দায়ের।

from Eisamay https://ift.tt/2AtSM0E

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.