প্যাটেল স্মরণে তৎপরতা, ইন্দিরার মৃত্যুদিবস ব্রাত্যই

এই সময়: বল্লভভাই প্যাটেলের জন্মদিন নিয়ে আজ, বুধবার কেন্দ্র নানা কর্মসূচির আয়োজন করলেও, প্রায় ব্রাত্য থাকছে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিবস। রাজ্য সরকারও ইন্দিরা স্মরণে কোনও অনুষ্ঠানের আয়োজন করছে না। রাজ্য সরকারের যুক্তি, তারা মৃত্যুদিন পালন করে না, জন্মদিন করে। তাই নবান্নে ইন্দিরার ছবিতে পুষ্পার্ঘ্য দেওয়ার কর্মসূচি রাখা হয়নি। অন্যান্য মনীষিদের জন্মদিন নবান্নে পালন করার রীতি থাকলেও, বল্লভভাই স্মরণে কোনও কর্মসূচি নেই।১৮৭৫ সালে ৩১ অক্টোবর সর্দার প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন। তা স্মরণ করতেই কেন্দ্র আজকের দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। ইউজিসি থেকেও প্রতিটি বিশ্ববিদ্যলয়কে চিঠি দিয়ে বল্লভভাই স্মরণে কর্মসূচি গ্রহণের পরমার্শ দেওয়া হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে এই রাষ্ট্রনায়কের স্মরণে সম্প্রীতির দৌড় ও অন্যান্য কর্মসূচির কথা বলা হয়। তা নিয়ে রাজনীতির জল গড়িয়েছে অনেকটাই। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইউজিসির এই চিঠি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে ব্যাখ্যা করেছেন। শেষ পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এ ধরনের কর্মসূচি না গ্রহণের সিদ্ধান্ত নেয়।66439803 কিন্তু ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস? এই তারিখেই নিহত হয়েছিলেন ইন্দিরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা যায়নি। তবে ইন্দিরার অন্ধ ভক্ত, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়ে দেন, ‘ওঁর জন্মদিনটা আমি পালন করি। মৃত্যুদিন নয়। প্রিয় নেত্রীর মৃত্যু, অর্থাৎ শোকের দিনটা স্মরণ করতে চাই না।’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান অবশ্য বলেন, ‘কে ইন্দিরাকে স্মরণ করল, না করল, তাতে কিছু এসে যায় না। তাঁর নেতৃত্ব সারা বিশ্বে স্বীকৃত। মনে রাখবেন, ভোটের দিকে তাকিয়ে গুজরাটের সুসন্তান বলে মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটলকে নিয়ে অনেকে নানা কথা বলছেন, অনুষ্ঠান করছেন। এঁরা দু’জনেই কংগ্রেসর নেতা ছিলেন। এটা ভুললে চলবে না, এখন যাঁরা দেশ চালাচ্ছেন, তাঁদের পূর্বপুরুষরাই গান্ধীজিকে খুন করেছিলেন।’ প্রদেশ কংগ্রেস অবশ্য ইন্দিরা গান্ধীর স্মরণে রক্তদান শিবির, আলোচনা সভা, হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণ-সহ নানা কর্মসূচি নিয়েছে। সকালে প্রদেশ কংগ্রেস দপ্তরে সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য এই স্মরণ অনুষ্ঠানের সূচনা করবেন।মধ্য কলকাতায় প্যাটেলের মূর্তিতে ফুল দেবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিজেপি অনুষ্ঠান করবে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলায় তাদের দলীয় দপ্তরে রাষ্ট্রীয় একতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

from Eisamay https://ift.tt/2OiEROV

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.