তেরঙার আবহে নমোর হাতে উন্মোচিত প্যাটেলের 'ঐক্যের মূর্তি'

এই সময় ডিজিটাল ডেস্ক: গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের উচ্চতম মূর্তির উন্মোচনে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি-সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিরা। মূর্তি উদ্বোধনের পর তার উপর দিয়ে ভেসে যায় কিরণ এয়ারক্র্যাফট। আর আকাশে ছড়িয়ে দিয়ে যায় তেরঙার আবহ। #WATCH: Sardar Vallabhbhai Patel's #StatueOfUnity inaugurated by Prime Minister Narendra Modi in Gujarat's Kevadiya https://t.co/APnxyFACFT— ANI (@ANI) 1540962614000 মূর্তি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, 'সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজকের দিনটিকে গোটা দেশ রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করছে। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের কথা ভেবেছিলাম। দেশের মানুষের কাছে এই মূর্তি তুলে ধরতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।'

from Eisamay https://ift.tt/2Q2YBr7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.