এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু ধর্ষণ নয়, নির্যাতিতাদের আরও কষ্ট দিতে নিজের যৌনাঙ্গে মুক্তো লাগিয়েছিল অভিযুক্ত। দক্ষিণ আফ্রিকার পড়ুয়া হ্যানা কর্নেলিয়াস গণধর্ষণ ও হত্যা মামলার শুনানিতে এমনই তথ্য উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। দ্য মিরর-এর রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আফ্রিকার পড়ুয়ার গণধর্ষণে অভিযুক্তদের মধ্যে অন্যতম জেরাল্ড পারসন্সের মেডিক্যাল রিপোর্টে, তার 'যৌনাঙ্গে লাগানো মুক্তো'র উল্লেখ রয়েছে।গতবছর মে-তে কেপ টাউনের স্টেলেনবস্-এ ২১ বছরের তরুণী হ্যানাকে গণধর্ষণ করে হত্যা করা হয়। সেই ঘটনায় অভিযুক্ত চার স্থানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। এই মামলার শুনানির সময়ই সম্প্রতি উঠে এসেছে সেই রাতের নৃশংসতার বিবরণ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা করে নেওয়া খবর অনুযায়ী, গণধর্ষণের পর প্রায় ৪০ কিলো ওজনের পাথর দিয়ে থেঁতলে খুন করা হয় হ্যানাকে। নিহত তরুণীর আইনজীবী আদালতে জানিয়েছেন, 'মৃত্যু থেকে বাঁচতে সেক্সে সম্মতি দিতে বাধ্য হয় হ্যানা। পরিবর্তে তাঁর প্রাণভিক্ষা চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পড়ুয়া।' তবে জেরাল্ড ও সঙ্গীদের 'বর্বরতা'তাতে রাজি হয়নি। গণধর্ষণের পর নৃশংস ভাবে খুন করা হয় হ্যানাকে। নিজের এক বন্ধুকে গাড়িতে লিফ্ট দিতে স্টেলেনবস্ এলাকায় গাড়ি থামিয়েছিলেন হ্যানা। সে সময়ই হানা দেয় অভিযুক্তরা। হ্যানার পাশাপাশি আক্রান্ত ওই যুবক মার্শের বয়ান অনুযায়ী, ‘হ্যানাকে কাঁদতে দেখিনি। ও জানতো কী হতে চলেছে।’এদিকে, যৌনাঙ্গে মুক্তো লাগানো 'ব্যক্তিগত পছন্দ' বলে অভিযুক্ত জেরাল্ড দাবি করলেও, নির্যাতিতাকে যন্ত্রণা দিতেও এই কাজ বলে অভিযোগ করেছেন হ্যানার আইনজীবী। Parsons says it's plastic pearls, and its part of his religion. He claims he is Jewish. Pearls gives pleasure to bo… https://t.co/beyLfWfgYR— Tammy Petersen (@TammyPetersen87) 1540386203000 দক্ষিণ আফ্রিকার চাঞ্চল্যকর এই ঘটনার শুনানি শেষের দিকে পৌঁছেছে। আর এর জেরেই এই ঘটনার সঙ্গে জড়িত ঘটনা আরও বেশি করে প্রকাশ্যে আসছে।
from Eisamay https://ift.tt/2yBdgU0



