দাউদ ইব্রাহিমের ভাইকে বিশেষ সুবিধা, সাসপেন্ড ৫ পুলিশ কর্মী

এই সময় ডিজিটাল ডেস্ক: দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে সরকারি হাসপাতালে বিশেষ সুবিধার ব্যবস্থা করে দেওয়ায়, ৫ পুলিশকর্মীর বিরুদ্ধে শনিবার শাস্তিমূলক পদক্ষেপ করল মুম্বই পুলিশ।একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়ে, দাউদের ভাইকে সরকারি হাসপাতালে স্পেশাল 'ট্রিটমেন্ট' দেওয়া হচ্ছে। তা প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত কনস্টেবলদের সাসপেন্ড করেন থানের যুগ্ম পুলিশ কমিশনার মধুকর পান্ডে। সূত্রের খবর, আদালতের নির্দেশে বৃহস্পতিবার কাসকরকে ১০ ঘণ্টার জন্য একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁর দাঁতের চিকিত্‍‌সা করানো হয়। সেইসঙ্গে কাসকরের ব্লাড সুগারের মাত্রাও পরীক্ষা করেন ডাক্তাররা। স্টিং অপারেশনে দেখা যায়, হাসপাতালে আত্মীয়-পরিজনের সঙ্গে খোজমেজাজে তিনি গল্পগুজব করছেন। হেঁটে-চলে বেড়াচ্ছেন। পরক্ষণেই বিরিয়ানির প্লেট নিয়ে বসে পড়েছেন। আবার পুলিশের সামনেই মৌজ করে সুখটান দিচ্ছেন সিগারেটে। জেলে ফিরে যাওয়ার আগে সাধারণের মধ্যে টাকা বিলি করতেও তাঁকে দেখা গিয়েছে। থানেতে দাউদের ভাইয়ের বিরুদ্ধে তিনটি তোলাবাজির অভিযোগে মামলা রয়েছে। মূলত, বিল্ডার্সরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। রয়েছেন থানের কেন্দ্রীয় কারাগারে।

from Eisamay https://ift.tt/2O9iHP1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.