এই সময় ডিজিটাল ডেস্ক: বেসরকারি সংস্থার এক সিনিয়র কর্মীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। আটতলার ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে স্ত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির কাছে গুরগাঁওয়ে। পুলিশ বিক্রম চৌহান নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে।পুলিশের দাবি, শনিবার রাতে বিক্রম তাঁর ৩২ বছরের স্ত্রী দীপিকা চৌহানকে খুন করেছে। তাঁদের ফ্ল্যাটটি গুরগাঁও-ফরিদাবাদ রোডের উপর অবস্থিত। দীপিকা নিজেও একজন ব্যাঙ্ককর্মী। করওয়া চৌথের ব্রত রেখেছিলেন সেদিন তিনি। সেদিন রাতেই তাঁকে খুন করে স্বামী। দীপিকার বাবার বয়ান অনুযায়ী, ২০১৩ সালে প্রেম করে বিয়ে করেছিলেন বিক্রম ও দীপিকা। তাঁদের ৪ বছরের মেয়ে এবং ৬ মাসের পুত্রসন্তানও রয়েছে। বিক্রমের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওই অ্যাপার্টমেন্টেই অপর এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে দীপিকার। এ নিয়ে বিক্রম ও দীপিকার মধ্যে অশান্তি চলছিল। শনিবারও এ নিয়ে দু'জনের মধ্যে হাতাহাতি হয়। বিক্রম দীপিকাকে মারধর করে। এর পরই দীপিকাকে খুন করে বিক্রম। বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ।
from Eisamay https://ift.tt/2qiBNbL



