ঢক্কানিনাদই সার, খাস কলকাতায় ৭৩% মহিলাই স্তন ক্যানসার সম্পর্কে উদাসীন!

এই সময় ডিজিটাল ডেস্ক: ১ থেকে ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যানসার সচেতনতা মাস। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই একটি সমীক্ষা চালানো হয়। স্তন ক্যানসার নিয়ে এত প্রচার সত্ত্বেও, এখনও প্রায় ৭৩ শতাংশ ভারতীয় মহিলা এ নিয়ে সচেতন নন। প্রাথমিক চিহ্নিতকরণ পদ্ধতিতেও তাঁদের অনীহা রয়েছে। সম্প্রতি 'ফিউচার জেনেরালি ইন্ডিয়া লাইফ ইনসিওরেন্স কোম্পানি'র তরফে একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।ইদানীং এটি খুবই প্রয়োজনীয় মহিলাদের এ বিষয়ে সচেতন করা। সাধারণ উপসর্গ দেখে যাতে তাঁরা বুঝতে পারেন কোনও সমস্যা রয়েছে কি না। কারণ প্রাথমিক পর্যায়ে এটি ধরা পড়ে গেলে পুরোপুরি সুস্থতাও সম্ভব।এই সমীক্ষা চালানো হয়েছিল কলকাতার ১৯৭ জন মহিলাকে নিয়ে। সমীক্ষায় দেখা গিয়েছে--স্তন ক্যানসার নিয়ে সচেতনতাভারতে স্তন ক্যানসার বিরল নয়। ৯১ শতাংশ ভারতীয় মহিলা এ নিয়ে সচেতন বলে দেখা গিয়েছে। ৬২ শতাংশ মহিলা বলেছেন, দেশজুড়ে এ ধরনের আক্রান্তদের খবর রাখেন তাঁরা। তবে দেখা গিয়েছে ২ জনের মধ্যে ১ জন মহিলাকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে বলে মনে করা হয়। এই সমীক্ষা দেশের অন্য শহরেও করা হয়েছে প্রায় ২২২৫ জন মহিলার মধ্যে। ছিলেন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদের মতো শহরের মহিলারাও।প্রাথমিক চিহ্নিতকরণ পদ্ধতিতে অনীহা অনেক সময় দেখা গিয়েছে, অনেক মহিলাই স্তন ক্যানসার চিহ্নিতকরণের পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করছেন। কেউ কেউ অত্যন্ত অলস, অনেকে আবার বয়সে অনেকটাই ছোট বলে পরীক্ষা করাতে নারাজ।স্তন ক্যানসার নিয়ে কথা বলতে অস্বস্তিএই সমীক্ষায় সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হল, প্রায় ৪৮ শতাংশ মহিলা স্তন ক্যানসার নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। তাই হয়তো অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয় করার সুযোগই পাচ্ছেন না ডাক্তাররা। এঁদের মধ্যে আবার অনেকে এতটাই দরিদ্র, যে এ নিয়ে তাঁদের কোনও জ্ঞানই নেই। স্তন ক্যানসারের ধরন সম্পর্কেও তাঁরা অবহিত নন।

from Eisamay https://ift.tt/2yIobv5

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.