সঙ্কটে ভারতীয় ক্রিকেট, মত সৌরভের

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিইও রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেট। এই ঘটনায় সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি (CoA)-র ভূমিকায় অখুশি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এ নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নিয়েও উদ্বিগ্ন সৌরভ। বোর্ডের কার্যকরী সভাপতি সিকে খান্না, কার্যকরি সচিব অমিতাভ চৌধুরী এবং কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীকে গত বৃহস্পতিবার পাঠানো চিঠিতে সে কথা উল্লেখ করেছেন। ভাবমূর্তি পুনরুদ্ধারের ওপর জোর দিয়েছেন সিএবি সভাপতি।বোর্ড কর্তাদের পাঠানো সৌরভের চিঠি: 66436072 এদিকে, তাঁদের না জানিয়েই সিওএ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে লেখা অন্য একটি চিঠিতে এ ব্যাপারে জানতে চেয়েছেন তিনি। চিঠিতে সৌরভ লিখেছেন, 'যে ভাবে কোনও কিছু না জানিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাতে আমি অবাক। আরও বড় ব্যাপার, যে সব সিদ্ধান্ত মিটিং করে নেওয়া হচ্ছে, সেগুলোও বদলে দেওয়া হচ্ছে।'খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2StxG9I

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.