এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ঈশা, এ খবর নতুন নয়। পাত্র দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামল। গত মাসেই ইতালিতে সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। এবার আম্বানি ও পিরামল পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে ঈশা ও আনন্দের বিয়ের দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ে আম্বানিদের বাসভবনেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর৷ ভারতীয় রীতি ও সংস্কৃতি অনুসারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে মঙ্গলবার দুই পরিবারের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে৷এর পাশাপাশি বিয়ের আগের উইকেন্ডে উদয়পুরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আম্বানি ও পিরামল পরিবার। সেখানে দুই তরফের আত্মীয় ও কাছের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তুলে ধরা হবে স্থানীয় রাজস্থানি সংস্কৃতি।আরও পড়ুন: ইতালিতে চুপিসাড়ে রাজকীয় বাগদান আম্বানি-কন্যারমেয়ে ঈশার বিয়ে নিয়ে এই মহূর্তে আম্বানি পরিবারে সাজসাজ রব। মেয়ের বিয়ের কার্ড নিয়ে সোমবার রাতে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন মুকেশ আম্বানি। সঙ্গে ছিলেন স্ত্রী নীতা আম্বানি, কোকিলাবেন আম্বানি এবং ছোট ছেলে অনন্ত। 66437448
from Eisamay https://ift.tt/2PtWgbS



