৭ বছর পর চলচ্চিত্র উত্‍‌সবে সৌমিত্র, পাশে 'অভিযান' জুটি ওয়াহিদা

প্রিয়াঙ্কা দাশগুপ্তদীর্ঘ ৭ বছর পর ফের ১০ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উত্‍‌সবের উদ্বোধনে মঞ্চে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর পাশে থাকবেন ১৯৬২ সালে সত্যজিত্‍‌ রায়ের ক্লাসিক ছবি 'অভিযান'-এ সৌমিত্রের জুটি ওয়াহিদা রহমান। চলতি বছর আমন্ত্রণে সৌমিত্রের সম্মতিতে উচ্ছ্বসিত উত্‍‌সবের আয়োজকরা। প্রবীণ অভিনেতা নিজে জানিয়েছেন, 'আমি আমন্ত্রণ গ্রহণ করেছি।' শেষবার ৭ বছর আগে নন্দনে উত্‍‌সবের উদ্বোধনে দেখা গিয়েছিল দাদা সাহেব ফালকে বিজয়ীকে। এ বার সৌমিত্র-ওয়াহিদার পাশাপাশি মঞ্চ আলোকিত করে থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও শাহরুখ খানও। থাকবেন প্রবীণ অভিনেতা বিশ্বজিত্‍ ও নন্দিতা দাস। বিশ্বব্যাপী দর্শকের জন্য প্রখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির উপস্থিতিও যথেষ্ট তাত্‍‌পর্যপূর্ণ। উত্‍‌সবের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 'সব অতিথিই কলকাতা চলচ্চিত্র উত্‍‌সবের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।' অভিযান জুটি সৌমিত্র-ওয়াহিদার উপস্থিতির খবরে উল্লসিত পরিচালক সন্দীপ রায় বললেন, 'অভিযানের পর কোনও অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখেছি বলে মনে করতে পারছি না। এটা একটা অনন্য ও দুর্দান্ত ভাবনা।'উদ্বোধনী ফিল্ম হিসেবে অ্যান্টনি ফিরিঙ্গি দেখানো হবে বলে ঠিক হয়েছে। চলতি বছর ফোকাস করা হবে অস্ট্রেলিয়ার ছবির উপর। কাজেই সে দেশের চিত্র নির্মাতারাও উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

from Eisamay https://ift.tt/2ABDO93

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.