এই সময় ডিজিটাল ডেস্ক: ‘এটা বাংলা নয়, অসম।’ স্টেজে তখন অনুষ্ঠান থামিয়ে দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক শান। তাঁকে লক্ষ্য করে উড়ে এসেছে পাথর, কাগজের বল। দর্শকদের সমস্বরে চিৎকারে বাধ্য হয়ে গান থামিয়ে দেন শান। ‘এটাকে রাজনৈতিক সভা বানানোর চেষ্টা করবেন না। একজন শিল্পীর সঙ্গে কখনও এমন করবেন না।’ এ কথা বলে স্টেজ থেকে নেমে যান শান। পরে উদ্যোক্তাদের অনুরোধে ফের অনুষ্ঠান শুরু করেন তিনি।My outcry was not directed to that One Individual but to all who are harbouring these ‘Regional Devide’ Sentiments!… https://t.co/xiwxa8PlJ4— Shaan (@singer_shaan) 1540786300000 গত ২৯ অক্টোবর গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। শান জানান, ভাইরাল সংক্রমণ নিয়েও তিনি অসমে অনুষ্ঠান করতে এসেছেন। তবে এমন ঘটনা কখনও অভিপ্রেত ছিল না। অনুষ্ঠানের পর থেকে তাঁর টুইটার অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে টুইট করেন তাঁর বহু ফ্যান। শান জবাবে লেখেন, ‘আমার এই প্রতিবাদ কোনও একজনের বিরুদ্ধে নয়, বরং সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা আঞ্চলিক বিভাজনের নীতিতে বিশ্বাস করেন। যুবারা এই ফাঁদে যেন না পড়েন। #StayUnted.’Please don’t be .. was a great night .. and I should’ve kept my cool .. Sorry to Spoil the party at the end https://t.co/YgWBwauvJs— Shaan (@singer_shaan) 1540786424000 ফ্যানদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন, ‘আমার আরও মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। দুঃখিত... শেষে পার্টি স্পয়েল করার জন্য।’ আরও একটি টুইটে শান লেখেন, ‘অসম ট্যুর আমার অত্যন্ত ভালো লেগেছে। অসাধারণ সমস্ত জায়গা দেখতে পেয়েছি, নতুন বন্ধু হয়েছে। প্রত্যেকটি কনসার্টে প্রচুর মানুষ এসেছেন। একটি অবাঞ্ছিত ঘটনার জন্য এত সুন্দর একটি রাজ্যকে দোষারোপ করা ঠিক হবে না। যা হয়েছে সবই রাগের মাথায়।’66426235
from Eisamay https://ift.tt/2StXjqU



