Halloween Special: প্রেত সাজতে এই যুবক কেটে ফেলেছেন নাক-কান, এখন কাটতে চান যৌনাঙ্গও!

এই সময় ডিজিটাল ডেস্ক: দৃষ্টি আকর্ষণের জন্য মানুষ কত কিছু করে। কেউ চুলে সবুজ রং করে, কেউ সারা দেহজুড়ে আঁকিবুঁকি কাটে, কেউ আবার দেহের যত্রতত্র ফুটো ( piercing) করেন। কেউ কেউ আবার এর চেয়েও উঁচু দরের ভাবনা চিন্তা করেন। এরিক হিঙ্কাপি রামিরেজ সেরকমই এক বিরল প্রজাতির হুজুকে। কেউ কেউ আবার তাকে বদ্ধ উন্মাদও বলছে। আমি অদ্ভুত প্রমাণ করতে নিজের কান আর নাখ কেটে ফেলেছেন। এতেই ক্ষান্ত হননি। এর উপর নরকরোটির ট্যাটু করিয়েছেন। এবার কাটতে চান নিজের যৌনাঙ্গ। এবং তারপর দেহজুড়ে করাতে চান কঙ্কালের ট্যাটু। যাতে দূর থেকে দেখলে মনে হবে একটা কঙ্কাল হেঁটে আসছে। প্রথম যখন তিনি নাখ আর কান কেটে ট্যাটুআর্টিস্ট বন্ধুর কাছে যান, চোখের সামনে জ্যান্ত কঙ্কাল দেখে বন্ধু অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ট্যাটু আঁকান। রামিরেজের পরিবার সূত্রে খবর, ১২ বছর বয়সে মায়ের মৃত্যুর পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ২২ বছরের এই কলোম্বিয়ান যুবক। এছাড়াও তাঁর মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে। মাঝেমধ্যেই তাঁকে কবরখানায় বসে থাকতে দেখা যায়। রামিরেজের একটি বিশেষ গুণ আছে। জনবহুল এলাকায় তিনি অলৌকিক হাসি হেসে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আর লোকজন ভয় পেয়ে পালিয়ে গেলে তাদের বলেন, 'ভয় পেয়ো না, আমি ভূত নই, মানুষ'!

from Eisamay https://ift.tt/2QdEmHi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.