৩ বছরে ₹৩৩,৫০০ কোটির সম্পত্তি ক্রোক ED-র

এই সময় ডিজিটাল ডেস্ক: আর্থিক তছরুপের তদন্তে নেমে গত তিন বছরে ৩৯০টি ক্ষেত্রে চার্জশিট দাখিল করেছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এ ছাড়া এই সময়ের মধ্যে সাড়ে ৩৩ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। যা সংস্থার ইতিহাসে রেকর্ড। ইডি'র এক আধিকারিক এ কথা জানিয়েছেন।তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের পরে রবিবার ইডি'র ডিরেক্টর পদ থেকে অবসর নিচ্ছেন কর্নল সিং। বর্ষীয়ান আইআরএস অফিসার এসকে শর্মা তাঁর স্থলাভিষিক্ত হতে চলেছেন। ইডি'র নতুন প্রধান হিসেবে শর্মার নিয়োগের কথা শনিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়।২০১৫ সালে ইডি'র ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন কর্নল সিং। তাঁর কার্যকালে ভিভিআইপি চপার মামলা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ, বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি'র বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত ঋণ খেলাপ-সহ একাধিক হাই প্রোফাইল মামলার তদন্ত করেছে ইডি।

from Eisamay https://ift.tt/2z75kcC

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.