মারণ সেলফি প্রাণ কাড়ল কিশোরের

এই সময় ডিজিটাল ডেস্ক: চলন্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মোবাইলে সেলফি তুলতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মারা গেল এক কিশোর। মৃত কিশোরের নাম বিশ্বজিৎ মির্ধা (১৫)। তার বাড়ি ঝাড়খন্ডের পাকুড় এলাকায়।পুজোর ছুটিতে মামার বাড়ি পুর্ব বর্ধমানের বুদবুদ থানার কাকোড়া এলাকায় ঘুরতে এসেছিল সে। শুক্রবার সকালে দিদির বাড়ি আউশগ্রামের নওদা গ্রামে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বেড়াতে যায়। সকাল ১১টা নাগাদ নিজের ফোন নিয়ে দিদির বাড়ি লাগোয়া নওদা ষ্টেশন এলাকায় যায় চলন্ত ট্রেনের সঙ্গে নিজের সেলফি তুলতে। সেই সময় আপ শান্তিনিকেতন এক্সপ্রেসের পাশাপাশি একটি মালগাড়িও পাস করছিল।পরিবারের দাবি, সেলফি তোলার সময় মালগাড়ির ধাক্কায় সে ছিটকে পড়ে বিশ্বজিৎ। এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে গুসকরা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় পরিবার-সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

from Eisamay https://ift.tt/2CIMmfI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.